টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিক পাকিস্তান। স্বাগতিক মার্কিন যুক্তরাস্ট্রের বিপক্ষে ম্যাচটি হবে ডালাসে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড ১৯৪ রান তাড়া করে ১৪ বল বাঁকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় যুক্তরাস্ট্র। ফলে আজ পাকিস্তান বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে।
অপরদিকে, অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে পাকিস্তান। বাবর ছাড়াও রিকওয়ান, ফখর জামান, মোহাম্মাদ আমির, শাহীন আফ্রিদির মত বিশ্বসেরা তারকার সমাবেশ আছে দলটিতে।
আজকের ম্যাচটি এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষনীয় ম্যাচ হতে যাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে।