বগুড়া শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে তিন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শেরপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, ধুনটে সাবেক সংসদ সদস্য আলহাজ্জ হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি এবং নন্দীগ্রামে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
শেরপুরে শাহজামাল সিরাজী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৮০ ভোট। নিকতম প্রতিদ্বন্দ্বী সু লতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট।
শেরপুর উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬ টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।
নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। মোটরসাইকেল প্রতিকে তিনি পেয়েছেন ৪১৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮০৫১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত ৩৬২৯১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে শুভ আহমেদ পেয়েছেন ২৮৮১৬ ভোট। এছাড়া ইলিয়াস আলী তালা প্রতীকে ১৪০২ ভোট, আমিনুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে ২৫৪২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে শ্রাবণী আক্তার বানু ৩৯৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৯৩১৬ ভোট।