বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

বগুড়ার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

স্টাফরিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৯ Time View

বগুড়া শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে তিন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শেরপুরে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, ধুনটে সাবেক সংসদ সদস্য আলহাজ্জ হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি এবং নন্দীগ্রামে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

শেরপুরে শাহজামাল সিরাজী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৮০ ভোট। নিকতম প্রতিদ্বন্দ্বী সু লতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট।

শেরপুর উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬ টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।

ধুনট উপজেলা নির্বাচনে সাবেক সংসদ সদস্য আলহাজ্জ হাবিবুর রহমানের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি আনারস মার্কায় ৪০,০৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ঘোড়া মার্কায় পেয়েছেন ৩৪,৩৬২ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন মোটর সাইকেল মার্কায় ১৯৩৫৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন রিপন তালা মার্কায় ৪৩,৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী চপল মাহমুদ টিউবওয়েল মার্কায় ৩২,২৭৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা জাহান সেলাই মেশিন মার্কায় ৩১,৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী রেবেকা সুলতানা ফুটবল মার্কায় ২৩,৭০৩ পেয়েছেন ভোট।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। মোটরসাইকেল প্রতিকে তিনি পেয়েছেন ৪১৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮০৫১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত ৩৬২৯১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে শুভ আহমেদ পেয়েছেন ২৮৮১৬ ভোট। এছাড়া ইলিয়াস আলী তালা প্রতীকে ১৪০২ ভোট, আমিনুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে ২৫৪২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে শ্রাবণী আক্তার বানু ৩৯৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৯৩১৬ ভোট। 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin