সহজ জয়টাকে অনেক কঠিন করে অনেকটা হারের কাছ থেকেই ম্যাচ জিতলো টাইগাররা। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের শুরু ভালোই হলো টাইগারদের।
লংকানদের করা মাত্র ১২৪ রানের জবাব দিতে নেমে দায়িত্বহীনতার পরিচয় দেন টপ অর্ডারের ব্যাটাররা। সৌম্য (০), তানজিদ তামিম (৩) এবং অধিনায়ক শান্ত ৭ রানে আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ।
এমন অবস্থায় শক্তহাতে ব্যাট চালিয়ে দলকে বিপদমুক্ত করেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। লিটন ধীর গতিতে খেললেও হৃদয় ছিলেন ভয় ংকর। তিনি মাত্র ২০ বলে ৪০ রানের টর্হেডো ইনিংস খেলে দলকে জয়েল পথ দেখিয়ে হাসারাঙ্গার বলে এলবিডলি্ু হয়ে সাজঘরে ফেলেন। েএর আগেই একই ওভারে পরপর ৩ বলে ৩টি বিশাল ছক্কা হাঁকান হৃদয়।
দলী য় ৯১ রানে হৃদয় আউট হওয়ার পর লিটনও বিদায় নেন ব্যক্তিগত ৩৬ রানে। এরপর অভিজ্ঞ সাকিব মাত্র ৮ রান করে আউট হলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে, দলের আস্থার প্রতিক মাহমুদুল্লাহ রিয়াদ একাই দায়িত্ব কাঁধে নিয়ে দলকে এক ওভার বাঁকি থাকতেই জয়ের আনন্দে ভাসিয়ে দেন।
মাহমুদুল্লাহ ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
লংকানদের পক্ষে থুসারা ১৮ রানে ৪ উইকেট নিয়ে টাইগার শিবিরে কাঁপন ধরান।
এর আগে টেক্সাসের গ্রান্ট প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান তুলে শ্রীলঙ্কা। নিশাঙ্কা সর্বোচ্চ ৪৭ রান করেন।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। তাসকিন ২টি ও তানজিম সাকিব ১টি উইকেট শিকার করেন।
দিনের অপর ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আফগানদের ৬ উইকেটে ১৫৯ রানের জবাব দিতে নেমে ১৫ ও ভার ২ বলে ৭৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।