রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

পাকিস্তানের সামনে ১১৯ রানেই থেমে গেল ভারত

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২১ Time View

পাকিস্তানি পেসের সাথে পেরে উঠলো না ভারত। যেই ব্যাটিং নিয়ে তাদের এতো অহমিকা, তা চূর্ণ-বিচূর্ণ করে দেন নাসিম-আমিররা। মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতীয় ব্যাটারদের। গুটিয়ে দিয়েছেন নির্ধারিত ওভার শেষ হবার আগেই।

নিউইয়র্কে রোববার রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেখানে টসে হেরে আগে ব্যাট করে ভারত। তবে ১৯ ওভারে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় ব্লু জার্সিধারীরা। ফলে জয়ের জন্য সহজ লক্ষ্যই পেল পাকিস্তান।

ভারতের হয়ে এদিন বলার মতো রান পেয়েছেন কেবল রিশাভ পান্ত। তবে তিনিও ছিলেন না সাবলীল, ৩১ বলে ৪২ রান তুলতেই জীবন পেয়েছেন চার-চারবার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেআগে ব্যাট করে সুবিধা করতে পারেনি ভারত। পাক বোলারদের গিতি আর সুইংয়ে পরাস্ত হয়েছেন ভারতের বাঘা বাঘা ব্যাটাররা। শেষ মেষ ১১৯ রানে অলআউট হয়েছে রহিত-কোহলীর দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে হাইভোল্টেজ ম্যাচটি নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে  ভারত। স্কোর বোর্ডে ১৯ রান জমা করতেই সাজঘরে ফেরেন ভারতীয় দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সাবেক এবং বর্তমান এই দুই অধিনায়কের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। বৃষ্টিই আশীর্বাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। ভেজা আউটফিল্ড থেকে ফায়দা লুটাচ্ছেন পাকিস্তানের বোলাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টি।

বৃষ্টির পর খেলা শুরুর পর ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নাসিম শাহর বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ে ১.৩ ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত।

২.৪ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তার বিদায়ে ১৯ রানে ২ উইকেট হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।

৫৮ রানে ৩ উইকেট হারায় ভারত। ১৯ রানে দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট পতনের পর ঋষভ পন্থের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল। তাদের এই জুটি ভাঙেন নাসিম শাহ। তার বলে বোল্ড হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। তার আগে ১৮ বলে দুই চার আর এক ছক্কায় করেন ২০ রান।

পরপর দুই বলে জোড়া উইকেট তুলে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন মোহাম্মদ আমির। ফিরিয়েছেন থিতু হয়ে যাওয়া রিশাভ পান্তকেও, দাঁড়াতেই দেননি রাবিন্দ্র জাদেযাকে। চার চারবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না রিশাভ পান্ত। বারবার একটুর জন্য বেঁচে যাওয়া রিশাভ শেষ পর্যন্ত থিতু হয়েও পারলেন না ইনিংসটা বড় করতে। ৩১ বলে ৪২ করে বাবরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলে জাদেযাকে ইমাদ ওয়াসিমের ক্যাচ বানালে জাগে হ্যাটট্রিকের সম্ভাবনাও৷ যদিও শেষ পর্যন্ত তা হয়নি, তবে এক শ’র আগে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে ভারত বাহিনী। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯৭/৭।

এরপর আর কোন ভারতীয় ব্যাটারা প্রতিরোধ গড়তে পারেনি। হারিস রউফ তার নিজের শেষ ওভারে পরপর দুই বলে দুই উকেট তুলে নিলে শেষ ভরসাও শেষ হয়ে যায় ভারতের। শেষ পর্যন্ত ১১৯ রানে অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের সফল বোলার নাসিম শাহ এবং হারিস রউফ দুজনেই ২১ রান দিয়ে নিয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া মোহাম্মদ আমির ২টি এবং শাহিন শাহ আফ্রিদির শিকার একটি উইকেট। জয়ের জন্য মাত্র ১২০ রান প্রয়োজন পাকিস্তানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin