সারাদেশে একযোগে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য ভূমি এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গৃহহীনরাও তাদের ঘর বুঝে পায়। প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার সুবিধাভোগিদের সামনে হাজির হন। বিটিভিতে সরাসরি প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে সেই আয়োজনের পুরো অংশ দেখানো হয় হলরুমে উপস্থিত দর্শকদের। এসময় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া মানুষদের উদ্যেশ্যে দীর্ঘ সময় বক্তব্যদেন। প্রধানমন্ত্রী এসময় বলেন, তার সরকার দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ বারবার তার দলকে সেবক হিসেবে নির্বাচিত করেন। তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সারিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে অনারম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম পারভীন শাপলা প্রমুখ।