দক্ষিণ আফ্রিকার ১১৩ রান তাড়া করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরেছে টাইগাররা।
এর মধ্যে একটি নিশ্চিত ৪ রান পায়নি বাংলাদেশ। ইনিংসের ১৭তম ওভারের ঘটনা সেটি। ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদের পায়ে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। কিন্তু বোলারের আবেদনে আম্পায়ার আউট দেন।
রিয়াদ রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। কিন্তু আম্পায়ার আউট দেওয়াতে ওই ৪ রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত হারের ব্যবধান হয়েছে সেই ৪ রানই।
দক্ষিণ আফ্রিকার ১১৩ রানের জবাব দিতে নেমে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
তাওহিদ হৃদয় ৩৭ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২০ রান করেন।
মহারাজ ৩টি, রাবাদা ও নর্কিয়া ২টি করে উইকেট লাভ করেন। ক্লাসেন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।