দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট থেকে দেড় কিলোমিটারের মাথায় খোলাহাটি ক্যান্টনমেন্ট রোডে ভালবাসা মোড়ে বৃষ্টির জমানো পানি বের করার জন্য কেরামত আলী (৫৮) পাকা রাস্তা দুই ইঞ্চি পরিমান ফুটো করে দেয়। ফুটো দিয়ে পানি যাওয়ার কারনে ২০ ফিট রাস্তা ভেঙ্গে ২৫ ফিট গভীর হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তা ভেঙ্গে গর্তে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে স্কুল কলেজ যাওয়া হাট বাজার করা অনেক কষ্টকর হয়ে পড়েছে এলাকার মানুষের। রাস্তা দিয়ে ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকার লোকজনের সাঙ্গে কথা বললে লোকজন বলেন কেরামত আলীর ভূলের কারনে রাস্তার এ অবস্থা।
কেরামত আলী বলেন, রাস্তা ফুটো করে না দিলে আমার বাড়ী-ঘর পানিতে ডুবে যেত। পথচারী নূর নবী ও পেয়ারুল বলেন, কয়েকটি গ্রামের প্রায়ই পাচঁ হাজার জন লোক এই রাস্তায় চলাফেরা করে। এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, এ রাস্তাটি বর্তমান ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে কাজ করা সম্ভব নয়। তবে ঈদুল আযহার পর উপজেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে রাস্তার কাজ করার ব্যবস্থা করা হবে।