বগুড়ায় করতোয়া নদী থেকে হাত থেকে বিচ্ছিন্ন দুই কব্জি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে মাটিডালী এলাকার ২য় বাইপাস সড়কের পাশে পলিথিনে মোড়ানো ভাসমান অবস্থায় কবজি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কব্জি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পলিথিন ভেসে যাওয়া দেখে এক শিশু তার মাকে খবর দেয়। খবর পেয়ে ওই শিশুর মা ওই পলিথিনে হাতের কব্জি দেখতে পেয়ে লোকজনকে খবর দেন। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানানো হয়।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেদোয়ানুল ইসলাম জানান, মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রিজ ও লোহার ব্রিজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী থেকে হাতের দুটি কব্জি উদ্ধার করা হয়েছে। কব্জি দুটি কোনো এক নারীর। কে বা কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কব্জি তা শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয়েছে। কব্জি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।