বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়র কাহালু উপজেলার বিবির পুকুর বাসষ্ট্যান্ড এলাকায় গত রোববার ভোরে নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচের নীচে চাপা পড়ে রত্না বেগম (৩৫)ও শওকত ইসলাম ওরফে মিঠু (২০) দুই জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ভোরে রত্না তার এক আত্নীয়কে বিদায় দিতে এবং মিঠু দুধ বিক্রয়ের জন্য দুপচাঁচিয়া যাওয়ার জন্য ফুটপাতে অপেক্ষা করছিলেন । এসময় নওগাঁগামী শ্যামলী পরিবহনে একটি নাইট কোচ বিবির বাসষ্ট্যান্ড এলাকা মুরগী হাটির নিকট সড়কের পার্শ্বে ফুটপাতে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রত্নার মৃত্যু হয় এবং মিঠুকে বগুড়া মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রত্না বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার উচোকী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী। সে কাহালু উপজেলার লোহাজাল গ্রামের ওয়াজেদ আলী মেয়ে এবং শওকত ইসলাম ওরফে মিঠু কাহালু উপজেলার লোহাজাল গ্রামের খোদা বক্স এর ছেলে।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, এব্যাপারে কেউ বাদী না হওয়ায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।