বগুড়ায় দুই যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, ‘জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার সৈয়দ কবির আহম্মেদ মিঠু, শেখ সৌরভ, নাইম হোসেন ও আজবিন রিফাতকে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড দিয়েছেন। আসামিরা এখন পুলিশ হেফাজতে আছেন। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ওই চার আসামি ছাড়া আর কেউ গ্রেপ্তার নেই৷বাকি আসামিদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এর আগে ঈদের দিন ( ১৭ জুন) রাতে শহরের নিশিন্দারা এলাকায় মো. রুমন শেখ ও নোমান আহম্মেদ নামে দুই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত শরিফের মা মোছা. হেনা বেগম।
মামলায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ (টিপু), তার ভাই ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ (মিঠু) এবং বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয়ে আরও ১৫ জনকে আসামি করা হয়।