বগুড়ায় ড্রেনের ভেতরে মাথা চুবিয়ে মুরগির খামারি ইউনুস আলী হত্যাকাণ্ডে আহসান মণ্ডল নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২৩ জুন) রাতে গাবতলী উপজেলার হামিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে এ কর্মকর্তা জানান, মুরগির খামারি ইউনুস আলীর বড় ছেলে আবু শাহীন মানসিক রোগী। ২০ জুন দুপুর আড়াইটার দিকে আবু শাহীন তাদের প্রতিবেশী আবদুল ওয়াহাবের স্ত্রীকে রাস্তায় হাত ধরে সরিয়ে দেয়। ওই ঘটনা কেন্দ্র করে ২২ জুন বিকাল ৩টার দিকে শাহীনকে একা পেয়ে আবদুল ওয়াহাব এলোপাতাড়ি মারধর করেন। সন্ধ্যার দিকে শাহীনের ছোট ভাই গোলাম রসুল তার ভাইকে মারধর করার কারণ জিজ্ঞাসা করতে গেলে ওয়াহাব অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ওয়াহাবের নেতৃত্বে তার ভাই ও আত্মীয়স্বজনরা মিলিত হয়ে গোলাম রসুলকে মারধর করেন। এ সময় ইউনুস আলী রসুলকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তারা তাকেও মারধর করেন এবং ইউনুসকে ড্রেনের মধ্যে মাথা চুুুবিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ইউনুস আলী হত্যাকাণ্ডে বগুড়া সদর থানায় আবদুল ওয়াহাবকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ৩ নম্বর আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রবিবার ভোরে সদর উপজেলার নুরুইল মধ্যপাড়া থেকে ইউনুস হত্যা মামলার ২ নম্বর আসামি মনির মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মনির মণ্ডল বালা কৈগাড়ীর জিল্লার মণ্ডলের ছেলে।