নওগাঁর আত্রাইয়ে একটানা চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহন শেষে অফিসের প্রথম দিনে বিজয় সংর্বধনা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ আওয়াম লীগের প্লাটিনাম জয়ন্তী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমানের এই বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এদিনে সকালে চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমান নিজ জন্ম ভূমি শুকটিগাছা খেকে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে বিশাল মোটর সাইকেন ব্যান্ড পাটির বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। আনন্দ র্যালী নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে নেতা-কমী সর্মথক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তারা ফুলের সুভেচ্ছা জানান।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, দুইবার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্য্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী ডেজি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত,সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রামানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলাল,কোষাধক্ষ্ ফিরোজ আহম্মেদ, রোখসানা আফরোজ রিমকি সহ দলীয়, সমর্থক নেতাকমী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালী ও সর্ম্বধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেম্বারে বিভিন্ন ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব এবাদু রহমানে প্রামানিকের মেয়ে রোখসানা আফরোজ রিমকি, জামাই নজরুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় মেয়ে রোখসানা আফরোজ বলেন, তার বাবা বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব এবাদু রহমানে প্রামানিক গত ২০০৯ সালে প্রথম আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে চেয়ারম্যান এবাদুর রহমান দুইবার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষানিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে সজাগ থাকার এবং সার্বিক সহযোগিতা করতে আহ্বান জানান।