বিনোদন পার্কে মজার সময় কাটিয়ে বাড়ী ফেরার পথে বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।
নিহতেরা হলো- দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনে বন্ধু।
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার দূর্ঘনার তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুই বন্ধু সাদিকুল এবং মোসাদ্দেকুল বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় । সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাককে শনাক্ত করা যায়নি বলে বলে জানিয়েছেন ওসি।