চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবাসিক এলাকায় বিপদজনকভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে উপজেলার মেসার্স বিল্যাহ ট্রেডার্স এর মালিক মোঃ মাসুম উদ্দিন বিল্যাহকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬ জুন, বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা, ছোট কুমিরা, নিমতল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে সরজমিনে দেখা যায় একটি আবাসিক এলাকায় প্রায় এক হাজার গ্যাস সিলিন্ডার বিপজ্জনকভাবে রাখা আছে। এছাড়াও আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির জন্য ফায়ার সার্ভিস এবং বিস্ফোরক অধিদপ্তরের কোন লাইসেন্স তাদের ছিল না। এইসব অপরাধে মেসার্স বিল্যাহ ট্রেডার্স এর মালিক মোঃ মাসুম উদ্দিন বিল্যাহকে ভোক্তা অধিকার আইনে(এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসাথে এক সপ্তাহের মধ্যে সব গ্যাস সিলিন্ডার আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা এনএসআই এর প্রতিনিধি, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল।