
শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরা হলো না বিজিবি সদস্য স্যানাল বাদশার। ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।
শুক্রবার (২৮ জুন) সকালে মধুখালী- বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম স্যানাল বাদশা (২৮)। তার বাড়ি মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাসপুর গ্রামে। তিনি ওই গ্রামের নিজাম শেখের ছেলে। স্যানাল বাদশা রাঙ্গামাটি জেলার নাইক্ষ্যংছড়ি বিজিবিতে কর্মরত ছিলেন। ৪৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন স্যানাল বাদশা।
এ বিষয়ে মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি মধুখালী উপজেলার খোদাবাসপুরে মোটরসাইকেলযোগে আসছিলেন। তিনি পথে বিরালদহ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বিজিবি সদস্যের বাবা নিজাম শেখ বাদি হয়ে মামলা করেছেন। ঘাতক পিকআপ ও চালককে আটকে অভিযান চলছে।