বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে জনি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি নিজ কর্নিবাড়ি গ্রামের হান্নান প্রামানিকের স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বৃস্টি শুরু হলে জনি আক্তার গরু আনার জন্য মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।