ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
শনিবার সকাল আনুমানিক পৌনে এগারোর দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলাধীন আঠারবাড়ি থেকে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাস একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি মাছের ড্রামবর্তী পিক-আপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিক-আপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিক-আপের চালক ও হেলপারসহ আরো এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়াও আরো কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দূর্ঘটনার সময় বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল এবং রং সাইডে ছিল।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনায় গুরতর আহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পারতীতলা গ্রামের ফয়জুল হকের ছেলে নজরুল ইসলাম (৪০), একই উপজেলার নয়ন মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) এবং একই উপজেলার আটাতার গ্রামের আরশাদ আলীর ছেলে আশরাফুল (২৬)।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।