দিনাজপুর সদর উপজেলায় ৩টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে, আগুন লাগার কোন কারণ জানতে পারেনি পুলিশ।
শনিবার (২৯ জুন) রাত ১টার দিকে উপজেলার ৫নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে শনিবার রাত ১টার দিকে রুকন উদ্দিনের ছেলে রুহুল ইসলাম (৫৫) এর মুদির দোকান, আবুল কাসেমের ছেলে শামিম ইসলাম (৩৫) এর মুদির দোকান ও মৃত. আবদুর রহমানের ছেলে জাকির হোসেন (৫৫) এর খাবার হোটেলে আগুন লাগে। এতে ৩টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিভায়।
শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী রানা জানান, রাতেই আগুনের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে কল দেই। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।
দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি।