প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামা দক্ষিণ আফ্রিকার সামনে সুবর্ন সুযোগ। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ১৭৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে ভারত।
বিরাট কোহলী দলের পক্ষে করেছেন সর্বোচ্চ ৭৬ রান।
ব্রীজটাউনে টসে জিতে ভারতের দলনেতা রোহিত শর্মা প্রথমে ব্যাটন করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারে বিরাট কোহলী দূর্দান্ত শুরু করলেও পরের ওভারেই অধিনায়ক রোহিত এবং রিশব পান্তের জোড়া উইকেট তুলে নেন স্পিনার কেসব মহারাজ। পরের ওভারে আবারও আঘাত হানেন রাবাদা। মাত্র ৪ দশমিক ৩ ওভারে ৩৪ রানে দলের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা ভারতের কান্ডারী হয়ে দেখা দেন কোহলী এবং অক্ষর প্যাটেল।
এই জুটি দলকে ১০৪ রানে টেনে নেন। অক্ষর ব্যক্তিগত ৩১ বলে ৪৭ রান করে ডি ককের দূর্দান্তদ থ্যোতে রান আউট হয়ে সাজঘরে ফিরলেও বিরাট কোহলী ফিফটি তুলে নিয়ে ৫৯ বলে ৭৬ রা নের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন।
এরপর সিভাম দুবের আগ্রাসী ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত।
দুবে ১৬ বলে ২৭ রান করেন।
দক্ষিণ আফ্রিকার নকিয়া এবং মহারাজ ২টি করে উইকেট লাভ করেন।