চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম জেলা(দঃ) মুক্তিযোদ্ধালীগ সভাপতি,পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী ২৯জুন শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
বীর মুক্তিযুদ্ধা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আবুল কাশেম এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুম আবুল কাশেম চৌধুরী আত্নার মাগফিরাত কামনা করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেম চৌধুরী’র নামাজের জায়নাজা আগামীকাল ৩০জুন রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা তৈয়বীয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জায়নাজা শেষ এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সরকারি নিয়ম মোতাবেক সকল আনুষ্ঠানিকতা শেষে মনসা গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চৌধুরী হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক চট্টগ্রাম জেলা কলেজ শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী’র বড়ভাই এবং সাবেক ছাত্রনেতা শাহেদ মাহমুদ চৌধুরীর পিতা।