নেত্রকোনার কলমাকান্দায় ভারি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে নদীর পানি। উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত দুইদিন ধরে ভারি বৃষ্টি হওয়ায় আবারও পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। ফলে ১০ দিনের ব্যবধানে নদী তীরবর্তী নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে।
নিচু এলাকার বাড়িঘর ও উঠানে পানি উঠে গেছে। সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে বিপাকে পড়েছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের অন্তত ২০ হাজার মানুষ।
পানি বেড়ে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় লোকজন।