দিনাজপুরের পার্বতীপুরে পরিচ্ছনতা ও ডেঙ্গু নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকাল ১০ টায় পার্বতীপুর পৌরসভার উদ্যোগে পৌর ভবনে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মো. আমজাদ হোসেন।
শ্যামল বাংলা গ্রীন প্রকল্প সিএইচডিপি, ল্যাম্ব এবং গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকের) সহযোগীতায় আয়োজিত পরিচ্ছন্নতা ডেঙ্গু নিধন অভিযানে একটি বর্ণাঢ্য শহর প্রদক্ষিণ করে। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে র্যালিতে উপস্থিত কর্মীরা পৌর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
পৌর মেয়র, পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জুসহ পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো. আমজাদ হোসেন পার্বতীপুর পৌরসভাকে একটি স্মাট পৌরসভায় রুপান্তরিত করার জন্য শহর পরিস্কারসহ বিভিন্ন কর্মসূচি পালনে পৌরবাসীকে সক্রিয় সহযোগিতা করার আহব্বান জানান।