ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ মোটরসাইকেলের আরোহী ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার বাইখীর সাইনবোর্ড এলাকায় ফরিদপুরগামী মালঞ্চ ক্লাসিক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ দুই তরুণ নিহত হন। তাদের বয়স আনুমানিক ১৯ ও ২০ বছর।
বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।