বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে সরকারি রাস্তা বেদখল করে বসতবাড়ি নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় জয়শিং গ্রামবাসি নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং বটতলা এলাকা থেকে রতন-গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে সরকারি একটি কাচা রাস্তা রয়েছে। বিকল্প কোন রাস্তা না থাকায় ওই রাস্তা দিয়েই আশপাশের প্রায় ৪০০ পরিবারের লোকজন যাতায়াত করে। এছাড়া স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা এই পথেই চলাচল করে থাকেন। কিন্ত সম্প্রতি ওই রাস্তার প্রায় ১০০ মিটার অংশ বেদখল করে একই গ্রামের কৃষক আমজাদ হোসেন মন্ডল ও তার ২ ছেলে বসতবাড়ি নির্মান করেছেন। ফলে সরকারি রাস্তাটি সরু হয়ে যাওয়ায় যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। রাস্তাটি বেদখল করায় সরকারি অর্থে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। ওই রাস্তা দিয়ে যানবহন চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ কারণে জয়শিং গ্রামের সেলিম আহম্মেদ, রিপন মিয়া ও আব্দুল মোমিন সহ ১২জন স্বাক্ষরিত একটি অভিযোগ ২০ জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দাখিল করেছেন।
এ বিষয়ে কৃষক আমজাদ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, রাস্তার জায়গা আমাদের নিজেদের নামে থাকলেও ভুলক্রমে আরএস নকশায় সরকারি হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা আরএস নকশা সংশোধনের জন্য তিনদিন আগে বগুড়া আদালতে মামলা দায়ের করেছি। আমরা আইনে রাস্তার জায়গা না পেলে সরকারকে ছেড়ে দেওয়া হবে।
ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনিতা নাছরিন বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।