ফরিদপুরের মধুখালী পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আল আমীন সায়মন (৬) মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে। সায়মন মুরারদিয়া ইসলামিককিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ড মেম্বার জাফর শেখ জানান, বাড়ির পাশে ডোবায় বৃষ্টিতে পানি জমেছিল। আরেক শিশুর সাথে খেলা করার সময় ওই ডোবায় পড়ে ডুবে যায় সায়মন। তবে বাড়িতে লোকজন না থাকায় তাকে উদ্ধারে দেরি হয়ে যায় বলে জানা যায়। এরপরে লোকজন এসে সায়মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. চৈতী সাহা বলেন, শিশু সায়মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।