নাটোরের নলডাঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিদুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বৈদ্যবেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রহিদুল ইসলাম উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপির মৃত জয়েন প্রামানিকের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা প্রতিদিনের মত শিশুকে একা বাড়ীতে রেখে তারা কাজে যায়। সকালে স্থানীয় যুবক রহিদুল শিশুটিকে বাড়ীতে একা দেখে সে শিশুটির ঘরে ঢুকে পড়ে। এ সময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে রহিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রহিদুলকে ঘরের ভিতরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, তিনি একটি জরুরী মিটিং এ নাটোরে রয়েছেন। তিনি থানা থেকে এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে আগে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যেতে বলেছেন। পরে তিনি জানতে পেরেছেন রহিদুলকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের হলে আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।