শনিবার (৬ জুলাই) দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমু উপজেলা সদরের মৃত মঙ্গলা স্বর্ণকারের ছেলে। শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম আমু পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক ব্যবসা ছাড়াও সে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত। তার বিরুদ্ধে ২০১১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত থানায় ২৩টি মামলা রয়েছে। সে ১৪ বছরে মাদকদ্রব্য সহ পুলিশের হাতে কমপক্ষে ৩০ বার গ্রেপ্তার হয়েছে। কিন্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে ফের অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে।
ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমিনুল ইসলাম আমুকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।