সাভারে একটি বেসরকারি কলেজের অফিস কক্ষ থেকে শরিফুর রহমান (৫২) নামের অধ্যক্ষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেলেও মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়নি।
শুক্রবার বিকালে চারটার দিকে সাভারে উত্তর রাজাসনের আলহেরা স্কুল এন্ড কলেজ ভবনের অফিস কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহটি অফিস কক্ষে বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে। মৃত শরিফুর রহমান (৫২) সাভারে উত্তর রাজা সন এর শামসুদ্দিনের ছেলে । তিনি আলহেরা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্
স্থানীয়রা জানান, বিকেলে শরিফুর রহমান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হন । তারা দেখতে পান মৃতদেহটি পরিবারের লোকজন নামিয়ে বারান্দার মেঝেতে রেখেছেন।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সংশয় রয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে পরিবারের লোকজনেরা কথা বলতে রাজি হনন। তবে তার নিকট আত্মীয়রা বলেন, দুপুরে নামাজের পর তিনি কলেজ ভবন অফিস কক্ষে প্রবেশ করেন এরপর আর বের হননি। পরবর্তীতে তার খোঁজে অফিস কক্ষ গেলে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। এ সময় হাসপাতালে নিতে দ্রুত নামানো হয় তাকে। কিন্তু ততক্ষণে মারা গেছেন। যার ফলে হাসপাতালে নেওয়া হয়নি।
এ ব্যাপারে থানায় খবর দিলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার এসআই রাজীব সিকদার বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে ময়নাতদন্তের পর।