সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা আাদেশ পুর্নবহাল রাখার দাবিতে দেশজুড়ে চলমান কোটাবিরোধী আন্দোলনের একত্না প্রকাশ করে গতকালকের মত আবারও চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ মিছিল ও অবরোধ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ,মহসিন কলেজ, কমার্স কলেজ ও সিটি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
কোটা বিরোধী শিক্ষার্থীরা জানান,কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি পাচ্ছে না।এতে অনেকে হতাশ হচ্ছে সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে।এই কোটা বাতিলের দাবিতে ২০১৮ সালে ব্যাপক আন্দোলনের কারণে কোটা বাতিল করে সরকার।কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের রায়ে কোটা পুর্নবহাল করা হয়। এতে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে অবরোধ, সমাবেশ ও মিছিলের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে।