মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

দিনাজপুরে কাঁচা মরিচের ডবল সেঞ্চুরি

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৬৮ Time View

কয়েক দিনের টানা বৃষ্টিতে তিন দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট হওয়ার কারণে মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ রবিবার (৭ জুলাই) সকালে ফুলবাড়ী বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে, আজ রবিবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম বাড়ছে- বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

মন্জুরুল নামের এক ক্রেতা বলেন, ‘দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী
তিন দিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলব কী করে?’

ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী উত্তম কুমার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের ক্ষেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমানে আমরা বিরামপুর, হিলি এবং পাঁচবিবি হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।’

মরিচচাষি মেহেদি হাসান বলেন, ‘ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর তাতেই ব্যবসায়ীদের ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচা মরিচ খুচরা বিক্রি করতে হচ্ছে ২০০ টাকা কেজিতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin