দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
গত ৬ জুলাই শনিবার রাত ৮.৩০ মিনিটে পৌরসভার হুগলীপাড়া (পশ্চিম) নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পিতার নাম মৃত: খলিলুর রহমান। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন।
তার বড় ছেলে লুৎফুল হক জানান, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে আজ রবিবার যোহর নামাজ শেষে মেরাজনগর নর্থ ইয়ার্ড ঈদগা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে হুগলিপাড়া (পশ্চিম) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা কমান্ড, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গগণ।