চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন এলাকা থেকে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট এলাকার বাকখালী গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া সানজিদা আক্তার রিপা (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে সীতাকুন্ড মডেল থানার পুলিশ।এ ঘটনায় নিহতের স্বামী অটোরিকশা চালক রেহান উদ্দিনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাঁকখালী গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মোঃ রেহান উদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার রিপার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী লোকজন।ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর প্রথমে চেয়ারম্যান কে অবহিত করা হয়। এর পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন।(পিপিএম)।