মিনি কক্সবাজার খ্যাত নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পর্যটন বান্ধব দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট শুভ উদ্ধোধন করার হয়েছে।
রোববার(৭ জুলাই) দুপুরে দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট কৃতপক্ষের আয়োজনে ফিতা কেটে শুভ উদ্বোধন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা পরিচালক আশফাকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মি ও স্থানীয় গনমাধ্যম কর্মিরাসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত।
উদ্বোধনী আলোচনা সভায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন,মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল নৈসিক সৌন্দর্য প্রাকৃতিক উন্মুক্ত বিশাল জলাশয় হালতি ইতিমধ্যে পর্যটন বান্ধব স্থানে পরিনত হয়েছে। বিলে বেড়াতে আসা পর্যটকদের তেমন সুযোগ সুবিধা ছিল না।তাই দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট সব ধরনের থাকা খাওয়া ও নিরাপত্তা সুবিধা থাকবে।পর্যটকদের সুবিধার পাশাপাশি বেসরকারী উদ্দ্যোগকে স্বাগত জানাই।
দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট ব্যবস্থাপনা পরিচালক আশফাকুল ইসলাম বলেন,পর্যটন বান্ধব এ হোটেল এন্ড রেস্তেরা নির্মাণ শেষে আজ উদ্বোধন করা হল।একটি বিশ্রামগার নির্মাণ কাজ চলছে।এখানে পর্যটকরা এসে মনোরম পরিবেশে ঘুরতে বিভিন্ন ধরনের খাবার পাবেন।