নওগাঁর আত্রাই উপজেলায় ডেমক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত সোমবার (৮ জুলাই) সকালে আত্রাই উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন বিষয়ক নানা সমস্যার স্থানীয়ভাবে সমাধান খোঁজার অভিপ্রায়ে দিনব্যাপী স্বেচ্ছা সেবী কার্যক্রমে উপজেলা পর্যায়ে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহনে সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যাত্রায় যুব ফোরামের প্রতিনিধিদের ভূমিকা জোরালো করতে ডেমক্রেসি ওয়ার্চ এনজিও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহন প্রকল্প। শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য স্বেচ্ছা সেবী কার্যক্রমে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহন করনীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমক্রেসি ওয়ার্চ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ রিমা আক্তার, নওগাঁ জেলা সমন্বয়কারী মোঃ মিনহাজ উদ্দিন,আস্থা প্রকল্পের আত্রাই কমিটির সদস্য মিতু মনি, মোঃ আসিফ হাসান, আকাশ প্রামানিক,ইমরান হোসেন সহ আত্রাই যুব ফরামের সকল সদস্য/সদস্যাগন।
এসময় ডেমক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ বলেন প্রতিটি কাজে নিষ্ঠার সহিত যুব সমাজকে এগিয়ে আসতে হবে।