বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

বগুড়ায় সড়কে ঝরলো ৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

বগুড়ায় যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭জন। মঙ্গলবার ভোর রাতে বগুড়া শহরের বনানী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক ঢাকার পল্লবী থানার টিটু খানের ছেলে মোঃ হৃদয় (২২), নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন (৩৫), বগুড়া সদরের সুত্রাপুর এলাকার মাহবুব হোসেনের ছেলে শামীম হাসান (৪৫) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হানান।

নিহতদের মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর রাত চারটার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়।

পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে ৮জনের আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি ৭জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin