বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি বলেছেন, জাতির উপকারে আসে, কর্তব্যবোধ থাকে এমন নিরপেক্ষ সাংবাদিকতা চাই। নীতিহীন সাংবাদিকতা যেন না হয়। নীতিহীন সাংবাদিকতা কোন দেশের কল্যাণ বয়ে আনতে পারে না, বরং ক্ষতি করে। গণমাধ্যম কর্মীদের প্রতিবেদন আমলে নিয়ে সরকার ব্যবস্থা নেয়। কাজেই সংবাদে যেন তথ্য বিভ্রাট না থাকে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।
বুধবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট প্রেসক্লাবের নতুন কার্যালয় পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় শেষে তিনি ধুনট প্রেসক্লাবের নতুন কার্যালয়ের জন্য একটি এসি উপহার দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। সঞ্চালনা করেন ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোজাফফর রহমান, শফিকুল ইসলাম শফি, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান, রকিবুল হাসান বিদ্যুত, আল আমিন তরফদার, আতাউর রহমান আতা, নাজনীল নাহার, আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, তোজাম্মেল হক, এসএম মাসুদ রানা, সাংবাদিক মাসুদ রানা, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম, ফজলে রাব্বী মানু, জহুরুল মল্লিক, যুবলীগ নেতা ভিপি শেখ মতিউর রহমান, বনি আমিন মিন্টু, সুজাউদ্দৌলা রিপন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম মুঞ্জু ও আবু সালেহ স্বপন প্রমুখ।