বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের ৬৪৫টি পরিবারের মাঝে গো-খাদ্য হিসাবে দানাদার খাবার ও সাইলো বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে মৌসুমি বন্যার কার্যক্রম এর আওতায় প্রতিটি পরিবারকে ৫০ কেজি দানাদার খাবার ও ১ টি করে সাইলো প্রদান করা হয়।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে বুধবার দুপুর ১২টা দিকে গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদে চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মোঃ রাকিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সরলা রানী, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, জয়নাল আবেদীন, লিয়াকত আলী লিটন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ফউজিয়া মাশকুরা নিশাত, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বগুড়ার এরিয়া ব্যবস্থাপক গোলাম মোস্তফা প্রমুখ।