দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলল কলম্বিয়া। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না উরুগুয়ে। তাদের হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিল দারুণ ছন্দে থাকা কলম্বিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন জেফারসন লের্মা।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রাইট ব্যাক দানিয়েল মুনোজ লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া।
ম্যাচে বল দখলে আধিপত্য ছিল আর্জেন্টিনার সঙ্গে প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। কিন্তু আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ৬২ শতাংশ বলের দখল রেখে ১১টি শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। বিপরীতে ১১ শটের চারটি লক্ষ্যে রাখে কলম্বিয়া।
টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। আগের দিন আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় আর্জেন্টিনা।