এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ শুক্রবার। টানা তিন দিন চলবে জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠান।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের তারকা ও আলোচিত ব্যক্তিরা মুম্বাইয়ে উপস্থিত হয়েছেন। কেউ আবার মুম্বাইয়ের পথে রয়েছেন। তিন দিনের এ অনুষ্ঠানে প্রযুক্তি–দুনিয়ার অনেক তারকাও অংশ নেবেন বলে জানা যায়।
অম্বানী বাড়ির ছোট ছেলের বিয়ে, উদ্যাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে, জামনগরে প্রথম প্রাক-বিবাহ উদ্যাপনে তার আভাস পাওয়া গিয়েছিল। ইটালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদ্যাপনও ছিল বিলাসিতায় মোড়া।
প্রাক্-বিবাহেই যদি এমন রাজকীয় আয়োজন থাকে, তা হলে বিয়েতে কী হবে! বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্ট বলছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি টাকার বেশি খরচ করেছেন মুকেশ অম্বানী। এবং যা নাকি অম্বানীদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ।
মেয়ে ইশার বিয়েতেও এত টাকা খরচ করেননি মুকেশ-নীতা। ইশার বিয়েতে ৭০০-৮০০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে আয়োজনের দিক থেকে তাক লাগানো বিয়ে এই প্রথম, তা নয়। এর আগেও এমন অনেক বিয়ে হয়েছে, যা অম্বানীদের সঙ্গে রীতিমতো পাল্লা দেয়।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান জে লি, এরিকসনের প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্জে একহোলম, এইচপির প্রেসিডেন্ট এনরিক লরেস, নকিয়ার প্রেসিডেন্ট টমি উইত্তো, অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তনু নারায়ণ, মাইকেল গ্রিমসের ব্যবস্থাপক মরগান স্ট্যানলিসহ প্রযুক্তিজগতের অনেক তারকা ব্যক্তি অংশ নেবেন। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আর মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও আসতে পারেন।
গত মার্চে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত সেই আয়োজনে ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা, নেদারল্যান্ডসের অটোমোবাইল প্রতিষ্ঠান স্টেলান্টিসের চেয়ারম্যান জন এলকানসহ বিভিন্ন দেশের আলোচিত প্রযুক্তি উদ্যোক্তারা অংশ নেন।