দিনাজপুরের বীরগঞ্জের নদীতে বৃষ্টির পানিতে উজান থেকে ভেসে এক অজ্ঞাত লাশ ভেসে এসেছে। পরে থানায় খবর দিলে নদী হতে লাশটি উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ছিট ভগীরপাড়া গ্রামের পাথরঘাটা নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
লাশটি আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সের এক নারীর বলে জানিয়েছে পুলিশ।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন বলেন, শুক্রবার আনুমানিক বিকেল ৫টায় স্থানীয় লোকজন মরদেহটি নদীতে ভেসে আসতে দেখে তাকে খবর দেয়। বলে তিনি সংবাদের সত্যতা নিশ্চিত বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে উদ্ধার কাজে প্রশাসনকে বেশ বেগ পেতে হয়েছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ৩৫ হতে ৪০ বছর বয়সের এক নারীর। এখন পর্যন্ত কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।