বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

নির্বাচন ছাড়া অন্ধকার গলি দিয়ে ক্ষমতায় আসার কোনো পথ নাই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মোঃ আরিফুল হাসান, ফরিদপু থেকে :
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৯ Time View

প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় যাবার পথ একটাই। সেটি হলো নির্বাচন। নির্বাচন ছাড়া অন্ধকার গলি দিয়ে ক্ষমতায় আসার কোনো পথ নাই। নির্বাচনে যদি জনগণ ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। আর যদি নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করেন তাহলে জনগণ আপনাদের বয়কট করবে। যেভাবে বিগত তিনটি নির্বাচনে জনগণ আপনাদের বয়কট করেছে সেভাবেই আগামীতেও বয়কট করবে।’

শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ভায়া রাজবাড়ির জামালপুর ১২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে আব্দুর রহমান বলেন, ‘সিরাতুল মোস্তাকিমের রাস্তায় আসুন। নইলে অন্ধকার গলিতে আপনাদের পঁচে গলে মরতে হবে। বাঙালি যা আজ ভাবে ভারতবর্ষ তা কাল ভাবে। সেই কথার রেশ ধরে বলতে চাই, শেখ হাসিনা আজ যেই উন্নয়ন করে দেখালেন, পুরো বিশ্ব তা কাল বা পরশু ভাবতে পারবে। তিনি আজ বাংলাদেশের মঞ্চ পেরিয়ে বিশ্ব নেত্রী। পৃথিবীর মধ্যে তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন।’
মন্ত্রী বলেন, ‘যেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা এনেছে তাদের কোন ক্ষয় নাই। সকলকে উন্নয়নমুখি হতে হবে। মসজিদ-মন্দির, গোরস্থান, শ্মশান ঘাট এসবের উন্নয়নের জন্য আপনাদের বলতে হবে না। আমি নিজের থেকেই এসব করে দিবো। নিয়ত যদি সৎ থাকে সেই নিয়তে বরকত থাকে। এজন্য আমার সব স্বপ্নই পূরণ হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি আপনাদের সাহায্য ও অনুপ্রেরণা নিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করবো। শেখ হাসিনার হাত শক্তিশালী হলে আমি আমার তিন উপজেলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবো। শেখ হাসিনার দয়ার ইচ্ছায় আমি মন্ত্রী হয়েছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাখতে চাই।’

জনসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মদিউজ্জামান বাবু, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 trinomulkhobor.com
Developed by: A TO Z IT HOST
Tuhin