কোটা সংস্কারের পক্ষে নওগাঁ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, সকালে নওগাঁ মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন শুরু হলে মুখোশধারী বেশ কয়েকজন লোক মানববন্ধন বন্ধ করতে বলে।
এক পর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা পরে মারধর শুরু করে তারা। এতে আহত হন দুইজন শিক্ষার্থী।
তবে ঘটনার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হামলার বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।