ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং কোটা প্রথা বাতিলের দাবীতে সকাল থেকে বিক্ষোভ করছে বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১০টার পর থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মহাসড়কে বসে পড়ে। এসময় উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এরপর শিক্ষার্থীরা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। রিপোর্ট লেখা পর্যন্ত তারা অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ করছিল।
এর আগে গতরাতে মেডিকেল কলেজ ক্যাম্পডাসে শত শত শিক্ষার্থী কোটা প্রথা বাতিলের দাবীতে বিক্ষোভ করে।