বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণে কমপটক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলো সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মিলন (২১), ফিন্যান্সের ছাত্র মামুন (২১) ও তাফসির রহমান (২১) এবং পদার্থ বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র সুমন রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নিকটবর্তী কামারগাড়ী রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাধারন শিক্ষার্থীরা।
মিছিলটি অধ্যক্ষের বাস ভবনের সামনে দিয়ে কলেজের মূল ক্যাম্প অতিক্রম করে রেল গেইটের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করে। সেখানে আনুমানিক ২০-২৫ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর ছাত্রলীগের নেতাকর্মিরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়।
বেলা আনুমানিক ১১টার দিকে হঠাৎ করেই ক্যাম্পাসে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়। সাধারন শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীরা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মিরা ক্যাম্পাসের দখল নিয়ে বিক্ষোভ মিছিল করছে। বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।