দিনাজপুরের পার্বতীপুরে মশিউর রহমান নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টায় পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়া ফকিরপাড়া এলাকার নির্মাধীন সড়ক থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তি উদ্ধারের খবর পেয়ে পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত মশিউর রহমান (৪২) পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর মাষ্টারের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, সোমবার দুপুরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত না হওয়া পর্যন্ত তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোন কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, মশিউর রহমান তার বাড়ী থেকে রবিবার সন্ধায় বের হয় এবং সোমবার দোয়ানিয়া ফকিরপাড়া এলাকার নির্মাধীন সড়ক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতের ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।