দেশ ও দেশবাসীকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশ সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এই ভাষণের বিষয়বস্তু কী হবে তা অজানা।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।