বগুড়ায় শীতকালীন রোগবালাই থেকে মুক্তির লক্ষে গবাদী পশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছে ‘বুরো বাংলাদেশ’। বুধবার সকালে শহরের ভাতকান্দি এলাকায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন এনজিও এবং প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপি ওই কার্যক্রমে ৪ শতাধিক হাস-মুরগি, গরু ৮০টি এবং ১২০টি ছাগলকে ভ্যাকসিন প্রদান করে বুরো বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশ বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক বাহাদুর আলম, বগুড়ার উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা প্রনব কুমার তালুকদার, বুরো বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি সংগঠক (কৃষি) ইউনুস আলী, বুরো বাংলাদেশ মালতি নগর এলাকা ব্যবস্থাপক কমল কান্তি চক্রবর্তী, মালতি নগর শাখা ব্যবস্থাপক স্নেহাশীষ আদিত্যপ্রমূখ।
বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রমের অর্থদানকারী প্রতিষ্ঠান জাইকা ও বাংলাদেশ ব্যাংক। ‘কৃষির উৎপাদন বৃদ্ধি ও বহুমূখীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থ সহায়তাকরণ প্রকল্প’র (ঝগঅচ) আওতায় ওই কার্যক্রম চালানো হয়।
বুরো বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি সংগঠক (কৃষি) ইউসুফ আলী জানান, আমরা মূলত এখানে গণ ভ্যাকসিন কার্যক্রম চালাচ্ছি গবাদী পশুদের। বিশেষ করে শীতকালে এই অঞ্চলে গরুর খুরা রোগ হয়ে থাকে। এবং ওই রোগে বহু গরু প্রতিবছর মারা যায়। আমরা প্রান্তিক কৃষকদের পালিত গরু যাতে খুরা রোগে আক্রান্ত না হয় এজন্য অগ্রিম ভ্যাকসিনের আওতায় আনছি। এছাড়াও ছাগলে পিপিআর রোগ, হাসের ডাক প্লেগ রোগ, মুরগির আরডিবি ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমাদের উদ্যেশ্য হচ্ছে প্রান্তিক চাষি এবং খামারিরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়।
বুরো বাংলাদেশ বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক বাহাদুর আলম বলেন, কৃষকের গবাদী পশু যাতে ভালো থাকে এজন্য এই ভ্যাকসিন কার্যক্রম চালানো হয়েছে। শীতকালে নানাবিধ রোগবালাই গবাদী পশুদের আক্রমণ করে থাকে। এসব রোগবালাই থেকে মুক্তির লক্ষ্যেই মূলত এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমাদের এই কার্যক্রমে আর্থিক সহায়তা করেছে জাইকা এবং বাংলাদেশ ব্যাংক।
ওদিকে ভাতকান্দি এলাকার সুবিধাভোগী প্রান্তি চাষি রুহুল আমিন শাহীন, আবু হাসান, রাজিন, মুন্নু, পলাশ মালা বেগম, মনোয়ারা বেগমের সাথে কথা বললে তারা জানান, শীত আসলেই আমরা আমাদের গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। নানাধরণের রোগ বালাই আক্রম করে। এতে অনেকের গবাদী পশু মারা যায়। বুরো বাংলাদেশ আমাদের পশুগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার উদ্যোগের কথা শুনে ক্যাম্পে এনে ভ্যাকসিন দিয়েছি। এভাবে প্রতিনিয়ত যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা গবাদি পশু উৎপাদন করে দেশকে আরো অর্থিকভাবে শক্তিশালী করতে পারবো।